জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারত ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হয়েছে ইংল্যান্ডের ওভালে। শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ওই ম্যাচ শেষে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ভারত ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য লেস্টার শহরের সংঘর্ষ। ফাইনালের পর লেস্টারের একটি রাস্তায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিংন্ত্রণে নেয়। দুই দলকে তারা আলাদা করে দেয়। তবে তবুও তাদের মধ্যকার উত্তেজনা থামেনি। ভারত ও পাকিস্তানের সমর্থকদেরকে পুলিশ রাস্তার দুই পাশে আলাদা করে দেয়। পুলিশ গাড়ি নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। তারপরও পুলিশের মাথার ওপর দিয়ে তারা একে অন্যের দিকে ঢিল ছুড়তে থাকে। এক দল অন্য দলকে নিয়ে উত্তেজনাকর সেøাগান দিতে থাকে। তবে পুলিশ থাকায় পরিস্থিতি ভয়াবহতার দিকে যায়নি। কিন্তু এই ঘটনায় লেস্টারের স্থানীয়রা ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটবার ভিডিও পোস্ট করে সমালোচনা করেছে তারা। একজন লিখেছেন, ‘এমন অসভ্য কাজ করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে করো। এখানে নয়।’