জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের সব বাঙালিকে ভারতের নাগরিকত্ব দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের ইন্টারন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ তোগাদিয়া। তিনি বলেছেন, বাংলাদেশী হিন্দুদের অবশ্যই নাগরিকত্ব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনোমকি টাইমস। এতে বলা হয়, প্রবীণ তোগাদিয়া গোয়াহাটির হোজাইয়ে এমন বক্তব্য রেখেছেন। তিনি আরো বলেছেন, যেসব হিন্দু ভারতে এসেছেন তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে ভারত সরকারে। তবে এ বিষয়ক একটি বিলের তীব্র বিরোধিতা করেছে আসামের বেশ কিছু সংগঠন। ওই বিলে হিন্দু সম্প্রদায়ের অভিবাসী বাঙালিদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টের যৌথ পার্লামেন্টারি কমিটিতে এখন এ বিষয়টি বিবেচনাধীন রয়েছে। উল্লেখ্য, এ বিলের তীব্র প্রতিবাদ করছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন।
Leave a Reply