Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে ভবন ধ্বসে নিহত-৫

জগন্না্থপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশে একটি বহুতল ভবন ধ্বসে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার উত্তরপ্রদেশের কানপুরের জাজমাও এলকার ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ভবনটির ভেতরে ৩০ জনের মতো আটক পড়ে আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভবন ধ্বসে হতাহতের ঘটনায় ভবনটির মালিক ও তার নির্মাতার বিরুদ্ধে মামলা হয়েছে।

সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বুধবার বিকেলের ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জন আটকা পড়ে আছেন জানিয়ে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ভবনটি ধ্বসে পড়ার কারণ সম্পর্কে সঠিক তথ্য এখনও জানা যায়নি বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

Exit mobile version