জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারতের একটি মার্কেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগ মিলেছে। আর এই অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।
মধ্যপ্রদেশ রাজ্যের ভুপালের সান্তা’র বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সান্তার পুলিশ সুপার বলেছেন, একজন ফোন করে আমাদের জানায় যে এই সাতজন পাকিস্তানপন্থি বেলুন বিক্রি করছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি। তাদের প্রত্যেকেই অশিক্ষিত।
তিনি বলেন, পাকিস্তান এবং জিন্দাবাদ লেখা কোনও বেলুন আমরা উদ্ধার করতে পরিনি। আমরা যে বেলুনগুলো উদ্ধার করতে পেরেছি, সেগুলোতে তারার ছবি ছিল। কোন দোকান থেকে বেলুনগুলো সংগ্রহ করা হয়েছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
তবে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া বেলুনের ছবিগুলোর একটি অন্তত ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা আছে। একাধিক সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাকিস্তান লেখা বেলুনগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয়।
কালের কণ্ঠ