জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমডেস্ক::ভারতের মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে নিহত হয়েছে ২৭ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মালাদ বস্তির কিছু লোক বুধবার বিকেলে বিষাক্ত এই মদ পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে।
কমপক্ষে ৩০ জনকে এখনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ থেকে ধারণা করাহচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিষাক্ত মদ তৈরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এক ভুক্তভোগীর স্ত্রী তায়রা খান ভারতের মিডডে পত্রিকাকে জানিয়েছেন, পেটে ব্যথা ও বমি হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন। এর তিন ঘণ্টা পরে তিনি মারা যান। তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।
এ বছরের জানুয়ারি মাসে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে মৃত্যু হয় ২৯ জনের।
তবে ভারতে মাঝেমধ্যে বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে নিহত হয় ১৭০ জন। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশে একই কারণে নিহত হয় ৩০ জন। ২০০৯ সালের জুলাই মাসে গুজরাটে চোলাই মদ পানে নিহত হয় শতাধিক মানুষ।
–