Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব রিজভীর

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসান করতে চায় ভারত। সেই লক্ষ্যে দিল্লি থেকে বিভাজনের রেখা তৈরি করা হচ্ছে।’
পশ্চাৎপদ চিন্তাধারার লোকেরা ভারত শাসন করছে অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না।’

সুত্র খবরের কাগজ

Exit mobile version