Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে ফের তরুণী ধর্ষণের দায়ে ধর্মগুরু গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ফের ভারতে ১৯ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত ধর্মগুরু আচার্য শান্তিসাগর মহারাজকে। ধর্ষিত সেই তরুণী ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা।
তার বাবা-মা আচার্য শান্তিসাগর মহারাজের ভক্ত বোলে জানা গেছে।

নির্যাতিতার অভিযোগ, ১ অক্টোবর নানপুরায় দিগম্বর জৈন মন্দিরে তাকে ধর্ষণ করেন মহারাজ। এরপর মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু মহারাজের কিছু ভক্ত মিলে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে।

পাল্টা অভিযোগ করে মহারাজের ভক্তরা বলেন, তরুণী মহারাজের সম্মানহানির চেষ্টা করছেন। এরপর তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়। রিপোর্টে পাওয়া যায়, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। এরপর গতরাতে সুরাত থেকে গ্রেপ্তার করা হয় শান্তিসাগর মহারাজকে।

Exit mobile version