জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ভারতের পুলিশ শুক্রবার একজন বাংলাদেশী তরুণকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এক ভারতীয় নারীর সঙ্গে প্রেমে প্রতারণা এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেবার অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য টেলিগ্রাফ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম নবকুমার দেবনাথ ওরফে অভিজিৎ। সে বাংলাদেশের খুলনা বিভাগের বাসিন্দা। ভারতের উত্তর ২৪পরগনার মাচলান্দাপুর স্টেশনের এক ২২ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। সম্পর্কের এক পর্যায়ে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে। পরবর্তীতে ওই তরুণী জানতে পারে যে, নবকুমার আসলে বিবাহিত। বাংলাদেশে তার বউ-বাচ্চা আছে। তখন ওই তরুণী সম্পর্ক চালিয়ে যেতে অনীহা দেখালে তার আপত্তিকর ছবি প্রকাশ করে দেবার হুমকি দেয় সে। এরপরেও ওই তরুণী রাজি না হওয়ায়, ওই তরুণীর আপত্তিকর ছবি তার আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সে। এ ঘটনায় লালবাজারের সাইবার ক্রাইম সেলে অভিযোগ করে ওই তরুণী। এরপর ওই যুবককে আটক করে পুলিশ। তথ্য প্রযুক্তি আইনের আওতায় শনিবার তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
Leave a Reply