জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৯ জন মারা গেছে। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছে। শনিবার এ দূর্ঘটনাটি ঘটে।
বেনারসের রাজঘাট সেতুর সামনে আধ্যাতিক নেতা জয়গুরুকে শ্রদ্ধা জানাতে ভক্তরা সমবেত হলে সেখানে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সেতুটি ভেঙে পড়ছে এ গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার পূণ্যার্থী সরু এক রাস্তা দিয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স হতাহতদের উদ্ধারে কাজ করছে। সেখানে উদ্ধারকর্মীরা দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে আছে পদদলিত হয়ে মারা যাওয়া লোকজনের সঙ্গে আনা জিনিসপত্র, জুতা ও স্যাণ্ডেল।
Leave a Reply