Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে এক দিনে করোনা শনাক্ত ২৭,৫৫৩ জনের

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৭ হাজার ৫৫৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২৮৪ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২২ হাজার ৭৭৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ২১ শতাংশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত নভেম্বরে ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৫৬০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের মহারাষ্ট্র ও দিল্লিতে ওমিক্রন ছড়িয়েছে বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ১ হাজার ৫২৫ জনের মধ্যে ৪৬০ জনই মহারাষ্ট্রের।

Exit mobile version