জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতের বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দীর্ঘ দুই বছর পর আরও ১৯ জন মন্ত্রিসভায় যোগ দিয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এ ১৯ জন। এনিয়ে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা দাড়ালো ৮৪ জনে।
এর আগে বর্তমান মন্ত্রিসভার পরিবেশ প্রতিমন্ত্রী প্রকাশ জাভরেকর শপথ নেন পূর্ণমন্ত্রী হিসেবে।
এছাড়া নতুন মন্ত্রীর তালিকায় রাজ্যসভার এমপি এম জে আকবর, বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, কৃষ্ণা রাজ, রমেশ জিগনিজাগি, অনিলমাধব দাভের মতো নাম রয়েছে৷
মোদির মন্ত্রিসভার এই ১৯ নতুন মুখকে দেশটির ১০টি রাজ্য নেয়া হয়েছে। রাজস্থান থেকে নির্বাচিত চার এমপি মন্ত্রী হলেন। মধ্যপ্রদেশ থেকে তিন জন, গুজরাত থেকে তিন জন, মহারাষ্ট্র থেকে দু’জন মন্ত্রিত্ব পেয়েছেন। কর্নাটক, অসম এবং উত্তরাখণ্ড থেকেও একজন করে মন্ত্রী হলেন কেন্দ্রীয় ক্যাবিনেটে।
এদিকে বাবুল সুপ্রিয়র পর পশ্চিমবঙ্গের আরও এক মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছে৷ তিনি হলেন দার্জিলিংয়ের এমপি এস এস আলুওয়ালিয়া৷
২০১০-২০১২ সালে রাজ্যসভায় ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন আলুওয়ালিয়া৷ পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন এই বিজেপি নেতা৷ এবারে সামিল হলেন মোদির মন্ত্রিসভায়৷
এছাড়া নতুন মন্ত্রীদের তফসিল উপজাতির প্রতিনিধিত্ব করছেন দুজন, তফসিল জাতি সম্প্রদায়ের রয়েছেন পাঁচজন।
Leave a Reply