1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৫১ Time View

স্পোর্টস ডেস্ক::

ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই কোনটি? এই প্রশ্ন করলে দুটি উত্তর আসতে পারে। একটি হল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, আরেকটি ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত আজ রবিবার খেলবে পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে টি-২০ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের ম্যাচে। ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পাকিস্তানের অধিনায়ক ছন্দে থাকা বাবর আজম।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপের পর দুই দলই ছন্দে রয়েছে। ক্রিকেট বিশ্বের পরিচিত দুই ‘পাওয়ার হাউজ’ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলা মানেই ক্রিকেট বিশ্বে সূক্ষ্ম বিভাজন। টি-২০ বিশ্বকাপে দুই দলের খেলার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের দর্শকের চাহিদা মেটাতে ৪ হাজার স্ট্যান্ডিং টিকিট ছাড়বে মেলবোর্ন কর্তৃপক্ষ। এতেই পরিস্কার ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে কতটা উন্মাদনা কাজ করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এশিয়া কাপে দুই দলের আজকের ম্যাচ নিয়েও উন্মাদনার পারদ আকাশচুম্বি।

আজকের ভারতের বিরুদ্ধে ম্যাচে সবার নজর থাকবে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দিকে। কিন্তু দলের বোলিংয়ের মূল অস্ত্র শাহীন শাহ আফ্রিদির অভাব হয়তো বোধ করবে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে তো ভারতের টপ অর্ডারে ধস নামান তিনি। এদিকে আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

 

তা কেমন হতে পারে পাকিস্তানের একাদশ? আগাম ধারণা করা যাক-

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন।

দুবাইয়ে দুই দল সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিল পরস্পরের বিপক্ষে। গত অক্টোবরে টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতকে ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ৯টি টি-২০ ম্যাচ খেলেছে। ভারতের ৬ জয়ের বিপক্ষে পাকিস্তানের জয় ২টি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল। ‘টাই’ ম্যাচ বোল আউটে জিতে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এশিয়া কাপে দুই দল একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছে। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত জিতেছিল ৫ উইকেটে। পাকিস্তানকে ৮৩ রানে গুটিয়ে ১৫.৫ ওভারেই তুলে নিয়েছিল জয়। টি-২০ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াইয়ে হেসেছিল পাকিস্তান। এরপর আর পরস্পরের মুখোমুখি হয়নি। তবে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২৮ ম্যাচে ২২টিতে জিতেছে। পাকিস্তান ১২ ম্যাচে জয় ১০টি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com