জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ যেন জড়ো হয়েছিল পৃথিবীর সব রোমাঞ্চ। যার শেষ হয়েছে বাংলাদেশের জয়ে। অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই জ্বলে ওঠে লাল-সবুজ জার্সির যুবারা। প্রথমে গুণে গুণে তিন গোল শোধ করে। কিন্তু তাতেও শেষ হয়নি প্রত্যাবর্তনের এই রূপকথা। কর্নার থেকে হেড করে ছিনিয়ে নেয় জয়সূচক গোল।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-৩ গোলে। অনূর্ধ্ব ১৮ সাফের প্রথম দিনেই জমজমাট খেলা উপহার দিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ ছিল এটি। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।