জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রমন সিং হুমকি দিয়ে বলেছেন, কেউ গরু জবাই করলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।
গুজরাটের বিধানসভায় গরু জবাই করলে যাবজ্জীবন কারাদণ্ডের আইন পাসের পরদিন তিনি এ মন্তব্য করেন।
তার রাজ্যে গরু জবাইয়ের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়ন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “গত ১৫ বছরে ছত্তিশগড়ে এমন কোনো কথা (গরু জবাইয়ের খবর) আদৌ শুনেছেন? গরু জবাই করলে ফাঁসিতে ঝোলাব।”
এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরু জবাইয়ের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছেন। আর গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেছেন, “বিজেপি গরু, গঙ্গা ও গীতা রক্ষায় বদ্ধপরিকর।’
২০১১ সাল থেকেই গুজরাটে গরু জবাই ও পরিবহন নিষিদ্ধ। তখন সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গরু জবাইকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ভারতের গুজরাট রাজ্যে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় গরু জবাই করার অপরাধে কারো পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। গতকাল শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে।