জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্যদের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেছেন। নয়াদিল্লীতে সরকারি বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার এনডিটিভি’র খবরে এ কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেন।
এ সময়ে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদি ঢাকায় বঙ্গভবনে গত ৭ জুন আয়োজিত এক অনুষ্ঠানে বাজপেয়ির পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বাজপেয়ি অসুস্থতার কারণে বাংলাদেশে এসে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থন দেয়ায় বাজপেয়িকে এ সম্মাননা দেয় বাংলাদেশ। ওই সময়ে বাজপেয়ি লোকসভার সদস্য ছিলেন।