Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার’র প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার :

জগন্নাথপুর পৌরশহরে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার এর আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

আজ রোববার শহরের হবিবনগর এলাকায় ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারে এ বিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে

প্রশিক্ষক নুর আহমদের সভাপতিত্বে ও আলী হোসেনের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক

জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর ওয়ালটনের পরিচালক ও মনুষ্যত্ব ফাউন্ডেশন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,শুকরিয়া ফ্যাশন এর পরিচালক আকমল হোসেন, ট্রেইনার শহিদুল ইসলাম, জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন, প্রশিক্ষনার্থী মাজহারুল ইসলাম, নিজাম, যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন, যুবায়ের আহমদ প্রমুখ। পরে ১২ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Exit mobile version