জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভাইয়ের প্রেমের মাশুল দিতে হল বোনকে। ১৬ বছরের ওই কিশোরীকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরালো স্থানীয় বাসিন্দারা।
পারিবারিক সুনাম রক্ষার নামে ফের নারীর সম্মানহানীর ঘটনা ঘটল পাকিস্তানে। পরে এ ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও মূল দুইজন এখনও পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর পানি নিয়ে বাড়ি ফিরলেন ওই কিশোরী। এসময় হঠাতই তাকে ঘিরে ধরে সাত ব্যক্তি। প্রত্যেকেই ওই গ্রামেরই বাসিন্দা। প্রথমে ওই কিশোরীকে তাদের সামনে নগ্ন হতে বাধ্য করে তারা। তারপর প্রায় একঘণ্টা ধরে গোটা গ্রাম ঘোরানো হয়। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখেও ওই কিশোরীকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ।
পুলিশ আরও জানায়, প্রায় তিন বছর ধরে গ্রামের এক নারীর সঙ্গে প্রেম করে আসছেন নির্যাতিতার ভাই।
কিন্তু, সেই সম্পর্ক মেনে নেননি গ্রামবাসীরা। স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানান তারা। রীতিমতো সালিশি সভা বসিয়ে মেয়েটির পরিবারের সম্মানহানির অভিযোগে ওই প্রেমিকের পরিবারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা মিটিয়েও দেন তারা। কিন্তু, তাতেও আক্রোশ মেটেনি গ্রামবাসীর। এবার ওই প্রেমিকের বোনকে নগ্ন করে গ্রামে ঘোরানো হয়।
এ ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও মূল দুই অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ বাশারত খান।
সুত্র-বাংলাদেশ প্রতিদিন