Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভাইবে রাধা রমণ বলে সূরে মাতোয়ারা জগন্নাথপুর

স্টাফ রিপোর্টার: কালায় প্রাণটি নিল বাশিটি বাজাইয়া,ভ্রমর কইও গিয়া/কারে দেখাব মনের দুঃখগো আমি বুক ছিড়িয়া,আমার চিত্ত হইল আকুল গো,পূর্ব তোমার যে ভাব ছিল,আসবে শ্যাম কালিয়া আজ কেনরে প্রাণের সুবল/আমারে আসিবার কথা কইয়া,এ রকম অসংখ্য জনপ্রিয় গানে গানে টানা ৫ঘন্টা রাধারমণ দত্তকে স্মরণ করা হয়েছে। মরমী সাধক কবির মৃত্যু শতবাষিকী উৎসবের উদ্ধোধনী দিনে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে ভাইবে রাধা রমণ বলে সুরে মাতোয়ারা হয়ে উঠে। রাধারমণ অনুরাগীরা তাদের প্রিয়কবির গান শুণে আকুল হয়ে উঠেন। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠেরাধারমণ অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। জগন্নাথপুর শিল্পকলা একাডেমি ও রাধারমণ সমাজকল্যাণ সাংষ্কৃতিক পরিষদ,রাধারমণ ব্যান্ডদল টানা দুই ঘন্টা রাধারমণ দত্তের জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখে। পরে সিলেটের নৃত্যদল দুটি অসাধারণ নৃত্য পরিবেশনের মাধ্যমে রাধারমণ দত্তের গান গেয়ে আসর জমিয়ে রাখে। পরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পীরা রাধারমণ দত্তের গান গায়। এছাড়াও অতিথি শিল্পী সিলেটের মরিয়ম বেগম সুরমা ও ঢাকা থেকে আগত রাধারমণ দত্তের গানের শিল্পী ড.বিশ্বজিৎ রায় রাধারমণ দত্তের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারা ব্যপক উৎসাহ উদ্দীপনায় রাধারমণ দত্তের গান শুনেন। এবং গানের সাথে সাথে নিজেরাও নৃত্যে মেতে উঠেন। সন্ধ্যা সাতটা থেকে রাতে সোয়া ১২টা পয়ন্ত টানা ৫ ঘন্টা রাধারমণ দত্তের গানের সূরে মাতোয়ারা হয়ে উঠে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠ। অনুষ্টানের সমাপনি পর্যন্ত শ্রোতা হিসেবে মাঠে ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ পাল,সাংবাদিক অমিত দেব, আলী আহমদ শিক্ষক সাইফুল ইসলাম রিপন, মোশারফ হোসেন, এডঃ জুয়েল মিয়া,রাধারমণ সমাজ কল্যান সংস্থার সভাপতি রাজা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু প্রমুখ।

Exit mobile version