বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ীর বাসিন্দা গীতা। ষাটোর্ধ্ব এই নারী ভয়কে জয় করে করোনার টিকা নিয়েছেন। টিকা দিয়ে বাসায় ফেরার পর প্রতিবেশীরা প্রায় প্রতিদিন কৌতুহল নিয়ে তাঁর নিকট এসে জানতে চাইছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। তিনি তাদের বলছেন, কোনো সমস্যা নেই। ভয় না করে জীবন সুরক্ষায় নিজে টিকা দিন, অন্যকে টিকা দিতে উৎসাহিত করুন ।
আজ মঙ্গলবার গীতা চক্রবর্তীর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা এই প্রতিবেদককে জানান।
তিনি জানালেন, উৎসাহ নিয়ে প্রথমদিনই উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছি। টিকা গ্রহণের পূর্বে নানা গুজব শুনছিলাম কিন্তু ভয় পাইনি, আনন্দে টিকা নিলাম। কোনো অসুবিধা বা সামান্যতম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়নি। আমি সর্ম্পুন সুস্থ আছি।
গীতা চক্রবর্তীর মতো অনেকেই জানিয়েছেন টিকাদানের পর তাদের কোনো অসুবিধা হয়নি। তাঁরা সবাই-ই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়, সারাদেশের ন্যায় গত ৭ ফেব্রুয়ারি থেকে জগন্নাথপুরে করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। গত তিন দিনে ৩০৯ জন আগ্রহী টিকা নিয়েছেন। এরমধ্যে গতকাল ১৮০ জন টিকা নেন। উপজেলা স্খাস্থ্য কেন্দ্রে স্থাপিত তিনটি বুথে শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রতিটি বুথে দুই প্রশিক্ষিত স্বাস্হ্য কর্মী ও চারজন স্বেচ্ছাসেবীর মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন ২৮ দিনের বিরতি তবে দুই ডোজ করে দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুরে গত তিনদিনে ৩০৯ জনে টিকা নিয়েছেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন। কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। বাংলাদেশ সরকার এখন থেকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্দিষ্ট জনগোষ্ঠীর বয়সসীমা ৫৫ বৎসর থেকে কমিয়ে সর্বনিন্ম ৪০ বৎসর করেছে। তাই এখন থেকে ৪০ বৎসর বা তার উর্ধ্বের সবাইকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হবে।
https://surokkha.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে বা সরাসরি NID কার্ড নিয়ে ৪০ বৎসর বা তদূর্ধ্ব তার সবাইকে নিয়ে সকাল ৮ টা হতে বিকাল ৩ টার মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতিত) সরাসরি জগন্নাথপুর হাসপাতালে চলে আসার আহবান জানিয়েছেন।
Leave a Reply