1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ভবেরবাজারে আওয়ামীলীগ প্রাথীকে প্রচারণায় বাধা দিলেন স্বতন্ত্র প্রার্থী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

ভবেরবাজারে আওয়ামীলীগ প্রাথীকে প্রচারণায় বাধা দিলেন স্বতন্ত্র প্রার্থী

  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৩৬৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রাথীকে প্রচারনায় বাধা দিলেন স্বতন্ত্র প্রাথী। এঘটনায় পৌর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদশী ও দলীয় নেতাকমীরা জানান, সোমবার সন্ধ্যায় পৌর শহরের ভবের বাজারে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের সমর্থনে তাঁর সমর্থকরা প্রচারানায় নামেন। এ সময় অপর দিক থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব শাহ নুরুল করিমের সমর্থকরা এসে বাধা দেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মেয়র প্রাথী আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আমি আওয়ামীলীগ নেতাকমীদের নিয়ে ভবেরবাজারে প্রচারনায় গিয়েছিলাম। এসময় স্বতন্ত্র্ প্রাথী নুরুল করিমের নেতৃত্বে তার কমীরা আমাদের ওপর আক্রমন চালায়। যা দুঃখজনক। অপরদিকে নুরুল করিম বলেন, প্রচারনার নামে অর্থবিতরনের অভিযোগে আমার কমীদের সাথে কথাকাটাকাটি হয়েছে। জগন্নাথপুর পৌরসভার রিটার্র্নিং অফিসার ও ইউএনও মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, খবর পেয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com