জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে বিপক্ষকে ধোঁকা দেওয়াই তার কাজ। তা সে ড্রিবল হোক বা ব্যাক হিল, তার পায়ের কেরামতিতে বিপক্ষ ডিফেন্ডাররা দিশেহারা হয়ে যান। কিন্তু এবার যে কাণ্ড রোনালদো প্রকাশ্যে ভক্তদেরকেই ধোঁকা দিয়ে বসলেন।
স্কার্ফে মুখ ঢেকে একেবারে চুপিসারে রাতের ডিনার পার্টি থেকে বেরোলেন রোনালদো। এমনই ছদ্মবেশ ধরেছিলেন তিনি যে আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও বুঝতে পারবেন না। মাদ্রিদের এক রেস্তোরা থেকে বেরোনোর সময় ফটোগ্রাফারদের ধোঁকা দিতেই এমন সিদ্ধান্ত সিআরসেভেনের।
অবশ্য নিজেকে পুরোপুরি গোপন রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা ফুটবলারের। স্কার্ফের খোলা অংশ থেকে উঁকি দিচ্ছিল তাঁর মুখ। যা দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বুঝে যান যে তিনি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
যদিও তাকে ধরা সম্ভব হয়নি। রেস্তোরা থেকে বেরিয়ে সময় নষ্ট না করে গাড়িতে উঠে বেরিয়ে যান রোনালদো। ভক্ত ও মিডিয়ার কাছ থেকে নিজেকে আড়াল করতেই স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এই ফুটবলার।