জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে এ পর্যন্ত প্রায় ১৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০১৫-২০১৬ সালের মধ্যে মৃত্যু হওয়া এসব শিশু-কিশোরের অধিকাংশই রাশিয়ার।
ব্লু হোয়েল গেম নির্মাতার নাম ফিলিপ বুদেকিন। ফিলিপ রাশিয়ার নাগরিক। ১৮ বছর বয়সে ফিলিপ ২০১৩ সালে প্রথমে ব্লু হোয়েল নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তিনি সামাজিকমাধ্যমে ‘এফ৫৭’ নামে একটি গ্রুপ তৈরি করেন। যেসব মানুষ সমাজের জন্য অপ্রয়োজনীয় ৫ বছরের মধ্যে তাদের ধ্বংস করার পরিকল্পনা করেন।
ফিলিপ যখন এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তখন তিনি রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়াশোনার পর ব্লু হোয়েলের বিষয়টি প্রকাশ হলে ২০১৬ সালে তাকে বহিষ্কার করা হয়। গত বছর গোপন বিচারের মাধ্যমে ফিলিপকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি সাইবেরিয়ার একটি কারাগারে দণ্ডভোগ করছেন।
Leave a Reply