জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার উপমহাদেশীয় শাখা ‘আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’ (একিউআইএস)। যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এ তথ্য জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের ওই ওয়েবসাইট অনলাইনে আল-কায়দাসহ আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের ওপর নজরদারি করে।
ওয়েবসাইটটির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ‘গত শনিবার জিহাদিদের ফোরামে একটি ভিডিওবার্তা পোস্ট করা হয়েছে। ওই ভিডিও বার্তায় একিউআইএস নেতা আসিম ওমর তাঁর সংগঠনের লোকজন অভিজিৎকে হত্যা করেছে বলে দাবি করেছেন।’
তবে আল কায়েদার এমন দাবির বিষয়ে র্যাব ‘নিশ্চিত নয়’ বলে জানিয়েছে। র্যাবের মুখপাত্র মুফতি মোহাম্মদ মাহমুদ এএফপিকে বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো নিশ্চত নই।’
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়ের ওপর হামলা করা হয়। এ সময় হামলাকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক আহত হন। হামলার পরপরই আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি জঙ্গি সংগঠন এক টুইটার বার্তায় অভিজিৎ হত্যার দায় স্বীকার করে।