জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরও ইউরোপের নাগরিকরা দেশটিতে থাকতে পারবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা। বৃহস্পতিবার ব্রাসেলসের এক সফরে তিনি ইউরোপের নাগরিকদের এ সুবিধা দেয়ার কথা জানান।
থেরেসা বলেন, যুক্তরাজ্য থেকে একটি নিরাপক্ষ ও গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়া হচ্ছে। ইউরোপের যে কোন নাগরিক স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবে, এখানে পেশাগত জীবন কাটাতে পারবে এবং এখানকার সমাজে যে কোন ভূমিকা রাখতে পারবে। ব্রাসেলসে মে এবং ইইউ এর নেতৃবৃন্দ ব্রেক্সিট নিয়ে সমঝোতায় বসলে মে এ ঘোষণা দেন।
২০১৬ সালে জুলাইয়ে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতামূলক এক গণভোটে ভোটাধিকার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে যুক্তরাজ্য। সূত্র: সিএনএন