যুক্তরাজ্য প্রতিনিধি: প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবিত ৮ জুন মধ্যবর্তী নির্বাচন আজ বুধবার ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন পেয়েছে।
নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৫২২ জন এমপি। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন।খবর সিএনএনের।
গত মঙ্গলবার হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন থেরেসা মে। বর্তমানের সরকারের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসার পর শক্তিশালী সমর্থনের জন্য এই ঘোষণা দেন তিনি।
আজ বুধবার এই বিষয়ে হাউস অব কমন্সে তর্ক-বিতর্ক অনুষ্ঠিত হয়। হাউস অব কমন্সের ৬৫০ জন এমপি’র মধ্যে ৫২২ জন ৮ জুন নির্বাচনের পক্ষে ভোট দেন। এর বিপক্ষে ভোট দেন ১৩ জন। নির্বাচন অনুমোদনের জন্য দুই তৃতীয়াংশ এমপির সমর্থনের দরকার ছিল।
গত কয়েক মাসে প্রধানমন্ত্রী থেরেসা মে একাধিকবার মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।
Leave a Reply