Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটেনে শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু, আগস্টের মধ্যে সব প্রাপ্তবয়স্করা পাবেন দুটি ডোজ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রিটেনে শিশুদের অক্সফোর্ড/এ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই ট্রায়াল শুরু হল। ৬ থেকে ১৭ বছর বয়সের ৩শ শিশুকে স্বেচ্ছাসেবী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ডেইলি মেইল

ব্রিটিশ ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান ক্লাইভ ডিক্স নিশ্চয়তা দিয়ে বলেছেন টিকার কোনো অভাব হবে না। যেকোনো বয়সের ব্রিটিশ নাগরিকদের টিকা নিতে পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

১২ বছরের বালিকা সিলভিয়া হবসন বলেন টিকাদান কর্মসূচিতে সামান্য হলেও অবদান রাখতে তিনি এ টিকা নিচ্ছেন। যখন ভাইরাস সবার জীবন বিপন্ন করে তুলছে ও দুঃসময় যাচ্ছে তখন পরিস্থিতি কিছুটা সহজ করতে এগিয়ে এসেছি।

সিলভিয়ার বাবা জেমস হবসন বলেন টিকা নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকে এমন ধারণা এখন কেটে যাচ্ছে এবং বিষয়টিকে বরং নিরাপদ ভাবতে শুরু করেছে মানুষ।

ব্রিটেনে টিকাদান কর্মসূচির মধ্যে এক সপ্তাহে কোভিড সংক্রমণ ২৫ শতাংশ কমে গেছে।

অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদারককারী অধ্যাপক এ্যান্ড্রু পোলার্ড বলেন শিশুরা কোভিডে আক্রান্ত না হলেও তাদের টিকা দেওয়ার পর নিরাপত্তা নিশ্চিত হবে, এমনকি কোনো কোনো শিশু এতে বরং উপকৃত হতে পারে।

সৌজন্যে আমাদের সময়

Exit mobile version