যুক্তরাজ্য প্রতিনিধি:: ধর্ষণ মামলায় বাংলাদেশী নাগরিক এক আসামীকে গ্রেপ্তারের পর স্পেইন থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হচেছ । ব্রিটেইনের ‘মোস্ট ওয়ান্টেড’ এই আসামী ধর্ষণ মামলায় পালিয়ে বেড়াচ্ছিল বহুদিন । শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সী বাংলাদেশী নাগরিক মোহাম্মদ আলমকে ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার প্রস্তুতি নিচেছ মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশনাল কোর্ট ।
ন্যায়বিচার নিশ্চিতের জন্যই তাঁকে এক্সট্রাডিট করা হচেছ বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশ । ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এন সি এ এন্ড ক্রাইমস্টপার্সের যৌথ প্রচেষ্টায় ছয় বছর ধরে পালিয়ে বেড়ানো আলমকে স্পেইনের এক হলিডে রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয় ।
যুক্তরাজ্যের চেলথেনহামের এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১০ সালের মার্চে আসামীর অনুপস্থিতিতেই ১৪ বছরের কারাদন্ড দিয়েছিল আদালত । যুক্তরাজ্যে ফিরে এখন তাঁকে পূর্বনির্ধারিত সেই সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছে এন সি এ’র হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশন্স স্টিভ রেয়নল্ডস ।
Leave a Reply