আমিনুল হক ওয়েছ::ব্রিটেনে উদযাপিত হচ্ছে রানীর ৯০তম জন্মদিন রানী দ্বিতীয় এলিজাবেথ এর ৯০তম জন্মদিন আজ। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেওফিয়ারে জন্ম গ্রহণ করেন তিনি।
মহাধুমধামে রানীর ৯০ তম জন্মদিন পালন করছে রাজপরিবার। ৯০তম জন্মদিনে উইন্সডর ক্যাসলে ৯০ মিনিটের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা ব্রিটেন থেকে সেখানে ১৫০০ আমন্ত্রিত অতিথি যোগ দেবেন বলে জানা গেছে। সেই উপলক্ষ্যে ৯০০ সুসজ্জিত ঘোড়ার বিশেষ মহড়াও অনুষ্ঠিত হবে।
জন্মদিন উপলক্ষে ২০ এপ্রিল লন্ডনের বিভন্ন স্কুলে শিশুদের সাথে সময় কাটান তিনি। পরিদর্শন করেন ব্রিটেনের ডাক বিভাগ রয়েল মেইলের অফিস।
উল্লেখ্য রানী দ্বিতীয় এলিজাবেথ ৬০ বছর ধরে ব্রিটেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত আছেন। এর আগে ২০০৬ সালে তার জন্মদিনের সিলভার জুবিলী উদযাপন করেছিল ব্রিটেনবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কালের ইতিহাসের স্বাক্ষী হয়ে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজতন্ত্র বিলুপ্ত হলেও রাজপরিবারের প্রতি ভালোবাসা, সম্মন ও কৌতুহল একবিন্দুও কমেনি ব্রিটেনবাসীর।-