1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের বৈধতার সম্ভাবনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ ডিসেম্বর প্রকাশ হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন জগন্নাথপুরের সন্তান সামী জগন্নাথপুরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ জগন্নাথপুরে নলুয়া হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালনা পরিষদের কমিটি পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে : সারজিস আলম আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা জগন্নাথপুরে নলজুর হোল্ডিংস কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হিংসা-বিদ্বেষ যে কারণে ক্ষতিকর শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের বৈধতার সম্ভাবনা

  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৪৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রি‌টে‌নে অবৈধভা‌বে বসবাসরত ইমিগ্র্যান্টদের বৈধতা দেবার আহবান জানালেন ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন। এর আগে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ইউকেতে অবস্থানত ইলিগ্যাল ইমিগ্র্যান্টদের জন্যে বৈধতা দেবার আহ্বান জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ব্রি‌টে‌নে উ‌ল্লেখ‌যোগ্য সংখ্যক বাংলা‌দেশী বৈধ কাগজপত্র ছাড়া বসবাস কর‌ছেন।

উইন্ডরাশ জেনারেশননের প্রতি সরকারের ‘এমনেস্টি’র ঘোষণার পর অন্যান্য ইমিগ্র্যান্টদেরও সমান সুযোগের আহ্বান জানান ফরেন সেক্রেটারী। তিনি বলেছেন, শুধু উইন্ডরাশ জেনারেশন নয় প্রায় এক দশকের বেশি সময় ধরে ইউকেতে অবৈধভাবে বসবাসরত অন্যান্য ইমিগ্র্যান্ট, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ নেই, তাদেরকে উইন্ডরাশ জেনারেশনের মতো সাধারণ ক্ষমা বা সরকারের ‘এমনেস্টি’র আওতায় আনা উচিত। এর আগে সোমবার ১৯৭৩ সালের আগে ইউকেতে আসা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র নুন্যতম ফির বিনিময়ে ব্রিটিশ নাগরিকত্ব দেবার ঘোষণা দেন হোম সেক্রেটারী অাম্বার রাড।

হোম সেক্রেটারীর এই ঘোষণার পর ফরেন সেক্রেটারী বলেছেন, কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নয় এমন ইলিগ্যাল ইমিগ্র্যান্ট যারা দশ বছরের বেশি সময় ধরে ইউকেতে বসবাস করছে তাদেরকে উইন্ডরাশ জেনারেশনের মতো ক্ষমার আওতায় নিয়ে আসা উচিত।

অন্যদিকে শেডো হোম সেক্রেটারী ডায়ান এবোটও হোম সেক্রেটারীকে সতর্ক করে বলেছেন, ইউকেতে আরো হাজার হাজার ইমিগ্র্যান্ট রয়েছে যারা উইন্ডরাশ জেনারেশনের মতো একই সমস্যা মোকাবেলা করছে। তাদের কথাও স্মরণ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার এমপি ডায়ান এবোট।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমনওয়েলথভুক্ত ক্যারাবিয়ান দেশগুলো থেকে আসা উইন্ডরাশ জেনারেশনের ল্যান্ডিং কার্ড ধ্বংসের অভিযোগে সমালোচনার মুখে পড়েছিল সরকার। এ জন্যে উইন্ডরাশ জেনারেশনের কাছে ক্ষমাও চাইতে হয়েছে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে।

উইন্ডরাশ জেনারেশন বিষয়ে সরকার ঘোষণা করেছে যে, ১৯৪৮ থেকে ১৯৭৩ সাল সময়ে যুক্তরাজ্যে কর্মজীবন কাটিয়ে যারা নিজ দেশে ফেরত গেছেন তারাও চাইলে ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারবেন। এ জন্য ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষা বা আবেদন ফি কিছুই লাগবে না। এছাড়া ১৯৭৩-৮৮ সালের ইমিগ্র্যান্টদের বিশেষ ভিসার ঘোষনা দি‌য়ে‌ছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com