যুক্তরাজ্য প্রতিনিধি:: বাঙ্গালী কন্যা সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাদিয়া হোসেন ব্রিটেনের সেরা ব্যাকার প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন । লন্ডন সময় বুধবার রাত ৮টায় ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অব’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়নের গৌরবময় মুকুট ওঠে সিলেটের মেয়ে নাদিয়ার মাথায়।
সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামে বংশোদ্ভুত নাদিয়া হোসেইন। নাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে। লুটনে কেটেছে নাদিয়ার শৈশব ও কৈশোর। তার স্বামী আবদাল একজন কারিগরি ব্যবস্থাপক। বর্তমানে স্বামী সন্তান নিয়ে উত্তর ইংল্যান্ডের লিডসে বসবাস করলেও অধিকাংশ সময়ই থাকেন লুটনে।
বৃটেনের লুটন শহরের চালনি গার্লস হাইস্কুলে অধ্যয়নকালে নাদিয়া কেক ও নানা ধরনের পিঠা পুলি বানাতেন। তিন সন্তানের জননী নাদিয়া এ জয়ে উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার গৌরবময় সফলতায় ব্রিটেনের বাঙ্গালীপাড়ার পাশাপাশি জগন্নাথপুরসহগোটা সিলেট বিভাগের আনন্দ দেখা দিয়েছে।
–