যুক্তরাজ্য প্রতিনিধি :: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক বানাবেন গ্রেইট ব্রিটিশ বেইক জয়ী বাংলাদেশি নাদিয়া হোসাইন। শুক্রবার আইটিভির লোস ওইমেন প্রোগ্রামে এসে এ তথ্য জানান তিনি।
নাদিয়া হোসাইন প্রথম ব্রিটিশ বাঙালি, যিনি গত বছর বিবিসির ব্রিটিশ বেইক চ্যাম্পিয়ন হয়েছেন। ব্রিটিশ বেইকের চূড়ান্ত পর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনও নাদিয়ার সমর্থক ছিলেন।
৩১ বছর বয়সী নাদিয়া জানান, প্রায় ৩ সপ্তাহ আগে তার এজেন্টের মাধ্যমে বাকিংহ্যাম পেলেস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাণীর জন্ম দিনের কেক বানানোর সুযোগ পেয়ে তিনি খুব খুশি হলেও কিছুটা নার্ভাস বোধ করছেন বলেও জানান নাদিয়া।
তবে রানির জন্যে কেক বানানোর সুযোগটি তিনি হাত ছাড়া করতে নারাজ। রাণী জন্যে বানানো কেকটি আগামী বৃহস্পতিবার হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ওই দিন গিল্ডহল উইন্ডসর ক্যাসলে রাণী দ্বিতীয় এলিজাবেথ তার ৯০তম জন্মদিন পালন করবেন।
ব্রিটেনের রানির জন্মদিনের কেক তৈরী করবেন বাংলাদেশি নাদিয়া
