আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-ব্রিটেনের পার্লামেন্টে সিরিয়া হামলার বিপক্ষে তিন বঙ্গকন্যা বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটেনের পার্লামেন্ট সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক সিরিয়ায় ব্রিটেনের হামলার বিপক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও লেবার পার্টির অনেক সদস্য হামলার পক্ষে ভোট দিয়েছেন।
এদিকে লেবার পার্টির প্রধান জেরমি করবিন শুরু থেকেই সিরিয়ায় বিমান হামলার বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন। লেবারপার্টি এবং স্কটিশ ন্যাশনাল পার্টিসহ অন্যান্য ছোট পার্টিগুলো সিরিয়ায় আইএস ঘাঁটিতে বিমান হামলার বিপক্ষে দলীয় অবস্থান ঘোষণা করেছিল। তবে লেবার পার্টির নেতা জেরেমি করবিন দলীয়ভাবে সিদ্ধান্ত না নিয়ে বরং এমপিদের ভোটাভুটির মাধ্যমে তাদের মত প্রকাশের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন।
Se
Leave a Reply