জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সংসদে আস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে তার রক্ষণশীল দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ আস্থা ভোটের মুখে পড়ল।
এক সপ্তাহ বিতর্কের পর ব্রিটিশ এমপিরা বৃহস্পতিবার সংসদে রানির বক্তৃতার পর প্রধানমন্ত্রীর সংসদীয় পরিকল্পনার বিষয়ে ভোট দেবেন।
ধারণা করা হচ্ছে- উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী মে ভোটে বিজয়ী হবেন তবে, আস্থা ভোটে হেরে গেলে তার প্রধানমন্ত্রীত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন দেশটিতে নতুন করে সংসদ নির্বাচন দিতে হবে।
সদ্য সমাপ্ত নির্বাচনের আগে থেরেসা মে ভোটে বিপুলভাবে বিজয়ী হওয়ার আশা করেছিলেন কিন্তু ভোটররা তাকে হতাশ করেছেন। সংসদ থেকে তার দলের সংখ্যাগরিষ্ঠতা চলে গেছে। সংসদের মোট ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ দল পেয়েছে ৩১৮ আসন এবং বিরোধী লেবার দল পেয়েছে ২৬২ আসন। সরকার গঠনের জন্য মে’র দলের দরকার ছিল ৩২৬ আসন; আগের নির্বাচনে দলটি পেয়েছিল ৩৩০টি আসন।
এ অবস্থায় উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির সমর্থন নিয়ে মে জোট সরকার গঠন করেন।