আমিনুল হক ওয়েছ, য়ুক্তরাজ্য থেকে::
ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউ কে এর কার্যকরী কমিটির গঠনের লক্ষে এক সভা আজ ব্রিকলেইনের এক রেস্ট্রুরেন্টে অনুষ্টিত হয়।সভায় সর্ব সম্মতিতে ক্রমে শরিফুল ইসলাম কে সভাপতি আলিম খানকে সাধারণ সম্পাদক ,আওলাদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক,আব্দুর রাহিম কে সিনিয়র সহ সভাপতি ,ফরিদ আহমদ কে সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উক্ত ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব প্রধান করা হয়।
আজকের সভায় ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল হোসাইন ,মিসবা বি এস চৌধুরী ,মির্জা নিক্সন ,মুহিত মিয়া ,কামাল হোসাইন ,আওলাদ হোসাইন,শাহিন আহমদ ,আব্দুর রহিম ,হেভেন খান ,এস এম লিটন,কামাল মিয়া ,তুরন মিয়া ,আজিম উদ্দিন ,শরিফুল ইসলাম ,ফরিদ আহমদ ,আলিম খান ,খালেদ চৌধুরী , ,হুমায়ুন কবির রাজন ,রুহুল আমিন মুল্লুক ,আব্বাস আলী সালেক ,দবির মিয়া ,শেখ সাদেক ,খাইরুল হাসান চৌধুরী ,সেবুল মিয়া,লাকি আহমদ ও রাজা মিয়া প্রমুখ