Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটিশ নারীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন নিহত মুসলিম তরুণ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
৮২ বছর বয়সী ব্রিটিশ নারীকে বাঁচানোর চেষ্টা করে ২০ বছর বয়সীয় এক ব্রিটিশ মুসলিম তরুণ মারা গিয়েছেন। কিন্তু মারা গেলে বীরত্বপূর্ণ কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে প্রশংসিত হচ্ছেন তিনি।

দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ শুক্রবার) পশ্চিম লন্ডনের ব্রেন্টফোর্ড এলাকায় ওয়ালস বেটি নামের এক নারীকে ছুরিকাঘাত ও ঘুষি থেকে রক্ষায় এগিয়ে এসে নিজেই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আলি আবুকার আলি নামের ব্রিটিশ তরুণ।

সোমালিয়া বংশোদ্ভূত আলি যুক্তরাজ্যের কিংস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি চিসউইক গেটরস বাস্কেটবল ক্লাবের ছেলে দলের প্রশিক্ষকও ছিলেন। তার শেষ কোচিং সেশনের কয়েক ঘণ্টা পর ঘটনাটি ঘটেছে।

পুলিশের বিবৃতি অনুসারে, বর্তমানে ওয়ালস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন। তবে তার অবস্থা ও জীবন বিপন্ন নয়।

যুক্তরাজ্যে ঘৃণামূলক অপরাধ নিবন্ধনকারী গ্রুপ টেল মামা এক বিবৃতিতে জানায়, ‘আমরা আলি আবু বকর আলির পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের প্রতি আন্তরিক গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার বীরত্ব ও উদারতা সত্যি সত্যিই অসাধারণ। এটি গভীর বেদনাদায়ক ও খুবই দুঃখজনক ঘটনা।’

ম্যারি ও জেমস ওয়ালস ‘গো ফান্ড ম’ নামের তহবিল সংগ্রহের মন্তব্যের স্থানে আলির ব্যাপারে লিখেন, ‘তিনি একজন নায়ক। তিনি আমাদের মা ও শাশুড়িকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন।’

গেটরস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক আন্তর্জাতিক জুনিয়র বাস্কেটবল খেলোয়াড় মাইকেল কোয়েনটোহ বলেন, ‘আলি আমার জীবনে দেখা সবচেয়ে সত্যবাদি, অনুগত ও যন্তবান ব্যক্তি ছিলেন।

মাইকেল কোয়েনটোহ, একজন প্রাক্তন জুনিয়র আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় যিনি গেটরস ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, যখন তিনি 13 বছর বয়সে আলীর সাথে দেখা করেছিলেন। তার সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তিনি একদম নির্দোশ ব্যক্তি ছিলেন।’

বিবিসি জানিয়েছে, সোমবার (১৫ নভেম্বর) সন্দেহভাজন নরিস হেনরিকে ইউএক্স ব্রিজ আদালতে হাজির করা হয়। হেনরির বিরুদ্ধে আলিকে হত্যা ও ওয়ালশকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আজ তাকে লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে হাজির করা হবে।

সূত্র : আলজাজিরা

Exit mobile version