আমিনুল হক ওয়েছ ( যুক্তরাজ্য ) :বাঙালি বংশোদ্ভোত , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি , ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এক সপ্তাহের সফরে রবিবার ( ২০ ডিসেম্বর ) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে বাংলাদেশের উদ্দেশে্ হিথ্রো এয়ারপোট ত্যাগ করেছেন ।
জামাল খান জানান, টিউলিপ সিদ্দিক লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার পথে সোমবার (২১ ডিসেম্বর ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় যাত্রা বিরতি করবেন। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ তার সাথে দেখা করার কথা রয়েছে। যাত্রাকালে টিউলিপ সিদ্দিক র সঙ্গে রয়েছেন স্বামী , শাশুড়ি এবং মা শেখ রেহানা।