জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস রিপোর্ট:: দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয়ী হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর ফলে ব্রাজিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রইল। লাতিন আমেরিকা গ্রুপে উরুগুয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় ৫টায় খেলতে নেমেছিল ব্রাজিল–উরুগুয়ে। ঠিক আধঘণ্টা পর, অর্থাৎ ভোর সাড়ে পাঁচটায় ছিল আর্জেন্টিনা–চিলির লড়াই। ৪–১
গোলে উরুগুয়েকে হারিয়ে দেয় ব্রাজিল। অথচ, ৯ মিনিটের মাথায় কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
ব্রাজিলের জয়ে এদিন বড় ভূমিকা নিলেন পাওলিনহো। তার হ্যাটট্রিকের সুবাদেই এল দুরন্ত জয়। ১৯ মিনিটে সমতা ফেরালেন। প্রথমার্ধে ফল ছিল ১–১। পাওলিনহো বাকি দুটি গোল করেন ৫২ ও ৯০ মিনিটে। ৭৪ মিনিটের মাথায় নেইমারও একটি গোল করেন।
অন্য ম্যাচে আর্জেন্টিনা ১–০ গোলে হারাল চিলিকে। ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মেসি।