Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রাজিলের কারাগারে সংঘর্ষের ঘটনায় নিহত ২৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্রাজিলের উত্তরাঞ্চলের ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

রোববার (১৬ অক্টোবর) কয়েদিদের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা এক পক্ষের কয়েদি অন্য পক্ষের ওপর হামলা করলে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। কয়েদিরা ছুরি, মুগুরসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কারা কর্মকর্তারা জানান, দর্শনার্থীদের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রায় ১০০ জন দর্শনার্থীকে জিম্মি করে ফেলা হয়। একপর্যায়ে কারাগারে অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে পুলিশ

Exit mobile version