রানীগঞ্জ প্রতিনিধি:: ব্রাম্মন বাড়ীয়ায় মৎস ও প্রানী সম্পদ মন্ত্রীর নির্দেশে দুটি কওমী মাদরাসা বন্ধের ও জামেয়া মাদরাসার ছাত্র হাঃ মাশহুদুর রহমান হত্যার প্রতিবাদে বুধবার ডাকা দেশ ব্যাপী হরতালের সমর্থনে জগন্নাথপুর উপজেলার কুবাজপুরে ধর্ম প্রাণ তৌহীদী জনতা বাদ মাগরীব কুবাজপুর বিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সভা করে। কুবাজপুর দারুল ইদউলূম মাদরাসার প্রাক্তন ছাত্র পরিসদের সাধারন সম্পাদক মাসুম আহমদের পরিচালানায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন হাফিজ আঃ আজিজ বাহাদুরপুরী, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ শাহজাহান মুনির।
Leave a Reply