সুনামগঞ্জ সংবাদদাতা- সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউপি পরিষদের পশ্চিম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় দিরাই উপজেলার ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ সুনামগঞ্জের সানরাইজ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দলের খেলা ২-২ গোলে শেষ হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে দিরাই উপজেলার ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ৪-৩ গোলে জয় লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় তিনি বলেন,ফুটবল হচ্ছে গ্রামীণ জনপথের নান্দনিক খেলা। এই খেলাকে গ্রাম বাংলার মানুষ খুব বেশী ভালোবাসে। জনপ্রিয় এই বিনোদন মানুষকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই মানুষের ভালোবাসায় ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।