জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার না করতে সংগঠনটির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়। যারা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ইতোমধ্যে ব্যবহার করেছেন তারা তিনদিনের মধ্যে এগুলো সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়।
জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা বাধ্যতামূলক। যারা এই নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply