1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ব্যবসায়ীর সঙ্গে অভিনব প্রতারনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে: প্রধান উপদেষ্টা ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজায় যুদ্ধবিরতির উদ্‌যাপনের মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ৩ বান্দার হক নষ্ট করার পরিণতি ‘বাঙালি’ নাগরিকত্ব বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী আজ জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দেব আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্যবসায়ীর সঙ্গে অভিনব প্রতারনা

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

স্টাফ রিপোর্টার::
রশিদ মিয়া (ছন্মনাম) নামের এক ব্যক্তি একটি প্রাইভেট কারযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার

টাকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেন। দোকানি মালামাল প্রস্তুুত করছেন। এসময় ওই ক্রেতা দোকানিকে বললেন, আমাকে ৫ হাজার টাকা দেন,আমি ব্যাংক থেকে তুলে দিচ্ছে। আমি মাংস কিনতে যাচ্ছি।আমার গাড়ীর চালক আপনার এখানে থাকবেন। ক্রেতার এমন কথায় সরল মনে দোকানদার তাকে ৫ হাজার টানা ক্যাশ থেকে বের করে দেন। এ টাকা নিয়ে চম্পট দেয় ক্রেতা সেজে আসা ওই প্রতারক।

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে।

বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাজারের অনুকুল দেবের ভূষিমালের দোকানে ওই প্রতারক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার নামে অভিনব প্রতারণার মাধ্যমে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।গাড়ীর চালক সারাদিন দোকানে অপেক্ষার পর স্থানীয় চালকদের মধ্যস্থতায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকানির ৫ হাজার টাকা পরিশোধ করে চালককে ছাড়িয়ে নেন। ওই চালক সিলেট থেকে জগন্নাথপুরে এসেছিলেন। তবে ওই চালক প্রতারককে চিনেনা বলে ব্যবসায়ীদের জানিয়েছেন। এছাড়া প্রতারকের নাম পরিচয়ও মিলেনি।

ব্যবসায়ী অনুকুল দেব জানান, ওই প্রতারক তেল, দুধ, চিনি, পেয়াঁজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীর পণ্যের অর্ডার করেন। তার  অর্ডার অনুয়ারী মালামাল প্রস্তুুত করছি। এসময় তিনি নগদ ৫ হাজার টাকা দেওয়ার জন্য বলেন। এ টাকা তিনি ব্যাংক থেকে তুলে দেবেন। আমার গাড়ীর চালক  আপনার দোকান থাকবেন।

 

আমি তার কথা বিশ্বাস করে ৫ হাজার টাকা দেই। সারাদিন অপেক্ষা করেও সে আর আসেনি। পরে ওই চালক তাদের সিলেট সমিতির লোকজনকে বিষয়টি জানালে তারা আমার ৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা রাওতার পর চালক চলে গেছেন।

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com