1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বোমা বানানোর অভিযোগে ইংল্যান্ডে মুসলিম দম্পতি অভিযুক্ত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

বোমা বানানোর অভিযোগে ইংল্যান্ডে মুসলিম দম্পতি অভিযুক্ত

  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৭৫৩ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি: ইউকের সম্ভাব্য আত্মঘাতি বোমা বিস্ফোরক হিসেবে ইংল্যান্ডের রেডিং শহরের এক দম্পতিকে দোষি সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্তরা হলেন মোহাম্মদ রাহমান এবং তার স্ত্রী সানা আহমেদ খান। বুধবার তাদের সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।
মঙ্গলবার লন্ডনের ওল্ডবেইলি আদালতের শুনানিতে বলা হয়েছে, ২৫ বছর বয়সী রাহমান নিজের ঘরে বোমা বানানোর যন্ত্রপাতি মজুদ করে ইউকেতে বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করেছিলেন। এ পরিকল্পনার অংশ হিসাবে এক টুইটার বার্তায় তিনি তার ফলোয়ারদের কাছে মতামত জানতে চান, লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টার না লন্ডন আন্ডার গ্রাউন্ড, কোন জায়গাটি হামলার টার্গেট হতে পারে? চলতি বছরের মে মাসে তিনি টুইটারে এ বার্তা ছাড়েন। টুইটারে ইউজার নেইম হিসাবে তিনি ‘সাইলেন্ট বোম্বার’ এবং প্রোফাইল পিকচার হিসাবে কথিত জিহাদী জনের ছবি ব্যবহার করেন বলে আদালতের শুনানিতে উল্লেখ করা হয়। এ অভিযোগে গত মাসে স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও মোহাম্ম রহমানের বিরুদ্ধে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।অন্যদিকে ২৪ বছর বয়সী সানা আহমেদ খান, ইবে থেকে বোমা তৈরীর বিভিন্ন উপাদান কেনায় স্বামীকে সহযোগিতা করেন বলে আদালতের অভিযোগে উল্লেখ করা হয়। বোমা তৈরীর বিভিন্ন উৎপাদন বাবৎ একবার প্রায় ১১ কেজি মালামাল তিনি ইবেতে অর্ডার করেন বলে আদালতের শুনানিতে বলা হয়।
এছাড়াও আদালতের জুরি বোর্ডের সামনে একটি ভিডিও হাজির করেন তদন্তকারীর কর্মকর্তারা। ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদ রাহমান ঘরে বসে একটি বোমা বানিয়ে তাদের ঘরের পেছনের গার্ডেনে পরীক্ষামূলকভাবে তা বিস্ফোরণ ঘটনা।
এদিকে মোহাম্মদ রাহমান এবং সানা খানের ব্যাপারে মোহাম্মদ রাহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহমান এবং সানা খান পরিবারের অজান্তে বিয়ের কাজটি সেরেছেন। তাদের শাস্তির ব্যাপারে মোহাম্ম রাহমানের পরিবারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
Quick Reply

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com