জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রে আইনগত অধিকার রক্ষা বিষয়ক দু’টি গ্রুপ অভিযোগ করে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় মার্কিন অভিবাসন কর্মকর্তারা বৈধ অভিবাসীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে তাদের অধিকার বারবার লঙ্ঘন করছে।
গ্রুপ দু’টি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কাছে সোমবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগে বলা হয়, সকল শরণার্থী এবং মুসলিমপ্রধান সাতটি দেশের অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে ২৭ জানুয়ারি নির্বাহী আদেশ জারির পর কাস্টমস ও সীমান্ত কর্মকর্তারা বিভিন্ন বিমানবন্দরে কোন ধরনের খাবার দেয়া ছাড়াই এসব লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখছেন এবং তাদেরকে আইনজীবীদের কাছেও যেতে দেয়া হচ্ছে না।
তারা জানায়, এতে বৈধ অভিবাসীদের অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। ট্রাম্প বিতর্কিত নির্দেশ জারি করার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে এমন ঘটনা ঘটছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মহাপরিদর্শকের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়, এক্ষেত্রে বেশ কিছু লোকজনকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। তারা কখন বা কিভাবে ছাড়া পাবে, সে ব্যাপারে তারা কিছুই জানতে পারছে না। বাসস।
Leave a Reply