Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেসিস নির্বাচনে মোস্তফা জব্বার প্যানেল জয়ী

টেক ডেস্ক# দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তিন বছর মেয়াদি (২০১৬-১৯) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটে মোস্তফা জব্বারের প্যানেল জয়ী হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে।
নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতৃত্বে ছিলেন আনন্দ কম্পিউটারসের মোস্তাফা জব্বার ও দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতৃত্বে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির।
ডিজিটাল ব্রিগেড প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মোস্তফা জব্বার, রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল।
দ্য চেঞ্জ মেকারস প্যানেলে জিতেছেন সোনিয়া বশির কবির ও সৈয়দ আলমাস কবির।
মোস্তাফা জব্বার
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৫১৬। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন ভোটার ছিল।
মোট ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে আটটি পদের ২০ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে এক পদের বিপরীতে দুজন নির্বাচন করেন।
সূত্র: প্রথম আলো।

Exit mobile version