জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: লিবিয়ার বেনগাজি শহরে জোড়া গাড়িবোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২২ জন। এতে আহত হয়েছে আরও ২০ জন।
মঙ্গলবার রাতে নগরীর আল-স্লিমানির কেন্দ্রস্থলে একটি মসজিদের সামনে চালানো হয় এ জোড়া হামলা। খবর বার্তা সংস্থা এএফপির
শহরের আল-জালা হাসপাতালের মুখপাত্র বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে এএফপি জানায়, আল-স্লিমানির কেন্দ্রস্থলের একটি মসজিদের সামনে প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এর মাত্র ৩০ মিনিট পর একই এলাকায় ঘটানো হয় দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ। এতে বহু লোক হতাহত হয়। তাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে।
উল্লেখ্য, মসজিদটি সালাফি অনুসারিদের ঘাঁটি হিসেবে পরিচিত।