জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্ধারিত সময়ে ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত অনেক হাওরে বাঁধের কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারি বাঁধনির্মাণ কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় কাজ শুরু না হলে বছরের মতো ঝুঁকিতে রয়েছে বোরো ফসল।
বন্যার অজুহাত দেখি এবার দ্বিগুণ বরাদ্দ ও প্রকল্প বাড়ানো হলেও ফসলের সুরক্ষায় কাজের কাজ হচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতায় এবারও যদি হাওর ডুবির ঘটনা ঘটে কৃষকদের সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি প্রদান করা হয় সংগঠনের নেতারা।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সভাপতি আলী হায়দর, উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদে,রুহুল আমীন, প্রভাষক মামুন আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুকেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্টাচার্য, শীলা বসু, আনোয়ারুল হক, এরশাদ মিয়া, ইসমাইল আলী, চন্দন রায়, রবীন্দ্র দেব প্রমুখ।
এবার সুনামগঞ্জের ১২ উপজেলায় বোরো ফসলের সুরক্ষায় ২০৮ কোটি টাকা বরাদ্দে ১১০১টি প্রকল্পে ৭৫৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মাণ কাজ তদারকি করছে৷।