Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি। দুই ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টির দাপট না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো স্বাগতিক পাকিস্তান।
১২ বছর পর পাকিস্তান সফরে গিয়ে শূন্যহাতে ফিরতে হলো বাংলাদেশকে। অবশ্য আরো দু’দফা পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলতে পাকিস্তান যাবেন মাহমুদুল্লাহ-তামিমরা। ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর এপ্রিলে তৃতীয় ও শেষ ধাপে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান যাবে টাইগাররা।

Exit mobile version