জগন্নাথপুর২৪ ডেস্ক:: দলীয় প্রধান জেরেমি করবিনের বিরোধিতা করে দল ছেড়েছেন বৃটেনের বিরোধী দল লেবার পার্টির প্রভাবশালী সাত এমপি। তারা বলছেন, ব্রেক্সিট ও ইহুদি-বিদ্বেষের প্রতি দলীয় প্রধানের অবস্থানের সঙ্গে তারা একমত নন। এর প্রতিবাদেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। সাত এমপি হলেন- চুকা উমুনা, লুসিয়ানা বার্গার, ক্রিস লেসলি, অ্যাঙ্গেলা স্মিথ, মাইক গেপস, গাভিন শুকার ও অ্যান কফি। পদত্যাগের বিষয়ে লুসিয়ানা বার্গার বলেন, লেবার পার্টি এখন প্রাতিষ্ঠানিকভাবে ইহুদি বিদ্বেষী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তিনি দলে থাকতে বিব্রত ও লজ্জিত বোধ করছেন। আরেক এমপি চুকা উমুন্না বলেন, তারা প্রথম পদক্ষেপ নিয়েছেন। এখন দলের অন্য এমপি ও সদস্যদেরকে তাদের সঙ্গে যোগ দিয়ে নতুন রাজনীতি গড়ে তোলার আহবান জানাচ্ছেন।
সুত্র- মানব জমিন