Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনে করোনার কারণে ৬ মাস ধরে কর্মহীন প্রায় ২০ লাখ নাগরিক

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লকডাউনের কারণে বৃটেনের প্রায় ২০ লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছেন কিংবা টানা ৬ মাসের জন্য ছুটিতে রয়েছেন। দ্য রেজোলুশ্যন ফাউন্ডেশন জানিয়েছে, গত বছরের এই সময়ে চাকরি করতেন এমন অন্তত ১.৯ মিলিয়ন মানুষ এখন কাজের বাইরে রয়েছে। ফলে ভ্যাকসিন কার্যক্রমের মধ্য দিয়ে অর্থনীতি পুনোরুদ্ধারের যে আশা করা হচ্ছিল তা কিছুটা হুমকির মুখে পড়েছে। দেশটির কর্মজীবীদের একটি বড় অংশ এখন আয় নিয়ে অনিশ্চয়তায় রয়েছে।

দ্য রেজোলুশ্যন ফাউন্ডেশন চ্যাঞ্চেলর ঋষি সুনাককে ক্ষতিগ্রস্থ এই জনগোষ্ঠীকে অর্থ সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে। মার্চ মাসে যে বাজেট ঘোষণা করা হবে সেখানে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ রাখার কথা জানায় তারা। এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই বৃটেনে বেকারের সংখ্যা বেড়ে ২৬ লাখে পৌঁছাবে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি আরো জানিয়েছে, এখনো কাজ করছেন এমন ৮ শতাংশ কর্মী মনে করেন আগামী তিন মাসের মধ্যে তাদের চাকরি চলে যেতে পারে।

মানব জমিন

Exit mobile version